হোম পেজ
কুরআনের বঙ্গানুবাদ
বাংলা সহ তিলাওাত
ইসলামিক কুইজ
৭৪. আল মুদ্দাসসির
মোট আয়াতঃ ৫৬ টি
নাযিলের স্থানঃ মক্কা
নাযিলের ক্রমঃ ৪
পারাঃ ২৯
১.
হে চাদরাবৃত!
২.
উঠুন, সতর্ক করুন,
৩.
আপন পালনকর্তার মাহাত্ম্য ঘোষনা করুন,
৪.
আপন পোশাক পবিত্র করুন
৫.
এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন।
৬.
অধিক প্রতিদানের আশায় অন্যকে কিছু দিবেন না।
৭.
এবং আপনার পালনকর্তার উদ্দেশে সবর করুন।
৮.
যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে;
৯.
সেদিন হবে কঠিন দিন,
১০.
কাফেরদের জন্যে এটা সহজ নয়।
১১.
যাকে আমি অনন্য করে সৃষ্টি করেছি, তাকে আমার হাতে ছেড়ে দিন।
১২.
আমি তাকে বিপুল ধন-সম্পদ দিয়েছি।
১৩.
এবং সদা সংগী পুত্রবর্গ দিয়েছি,
১৪.
এবং তাকে খুব সচ্ছলতা দিয়েছি।
১৫.
এরপরও সে আশা করে যে, আমি তাকে আরও বেশী দেই।
১৬.
কখনই নয়! সে আমার নিদর্শনসমূহের বিরুদ্ধাচরণকারী।
১৭.
আমি সত্ত্বরই তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করাব।
১৮.
সে চিন্তা করেছে এবং মনঃস্থির করেছে,
১৯.
ধ্বংস হোক সে, কিরূপে সে মনঃস্থির করেছে!
২০.
আবার ধ্বংস হোক সে, কিরূপে সে মনঃস্থির করেছে!
২১.
সে আবার দৃষ্টিপাত করেছে,
২২.
অতঃপর সে ভ্রূকুঞ্চিত করেছে ও মুখ বিকৃত করেছে,
২৩.
অতঃপর পৃষ্ঠপ্রদশন করেছে ও অহংকার করেছে।
২৪.
এরপর বলেছেঃ এতো লোক পরস্পরায় প্রাপ্ত জাদু বৈ নয়,
২৫.
এতো মানুষের উক্তি বৈ নয়।
২৬.
আমি তাকে দাখিল করব অগ্নিতে।
২৭.
আপনি কি বুঝলেন অগ্নি কি?
২৮.
এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না।
২৯.
মানুষকে দগ্ধ করবে।
৩০.
এর উপর নিয়োজিত আছে উনিশ (ফেরেশতা)।
৩১.
আমি জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাই রেখেছি। আমি কাফেরদেরকে পরীক্ষা করার জন্যেই তার এই সংখ্যা করেছি-যাতে কিতাবীরা দৃঢ়বিশ্বাসী হয়, মুমিনদের ঈমান বৃদ্ধি পায় এবং কিতাবীরা ও মুমিনগণ সন্দেহ পোষণ না করে এবং যাতে যাদের অন্তরে রোগ আছে, তারা এবং কাফেররা বলে যে, আল্লাহ এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন। এমনিভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথে চালান। আপনার পালনকর্তার বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন এটা তো মানুষের জন্যে উপদেশ বৈ নয়।
৩২.
কখনই নয়। চন্দ্রের শপথ,
৩৩.
শপথ রাত্রির যখন তার অবসান হয়,
৩৪.
শপথ প্রভাতকালের যখন তা আলোকোদ্ভাসিত হয়,
৩৫.
নিশ্চয় জাহান্নাম গুরুতর বিপদসমূহের অন্যতম,
৩৬.
মানুষের জন্যে সতর্ককারী।
৩৭.
তোমাদের মধ্যে যে সামনে অগ্রসর হয় অথবা পশ্চাতে থাকে।
৩৮.
প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী;
৩৯.
কিন্তু ডানদিকস্থরা,
৪০.
তারা থাকবে জান্নাতে এবং পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে।
৪১.
অপরাধীদের সম্পর্কে
৪২.
বলবেঃ তোমাদেরকে কিসে জাহান্নামে নীত করেছে?
৪৩.
তারা বলবেঃ আমরা সালাত পড়তাম না,
৪৪.
অভাবগ্রস্তকে আহার্য্য দিতাম না,
৪৫.
আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম।
৪৬.
এবং আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম।
৪৭.
আমাদের মৃত্যু পর্যন্ত।
৪৮.
অতএব, সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন উপকারে আসবে না।
৪৯.
তাদের কি হল যে, তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়?
৫০.
যেন তারা ইতস্ততঃ বিক্ষিপ্ত গর্দভ।
৫১.
হট্টগোলের কারণে পলায়নপর।
৫২.
বরং তাদের প্রত্যেকেই চায় তাদের প্রত্যেককে একটি উম্মুক্ত গ্রন্থ দেয়া হোক।
৫৩.
কখনও না, বরং তারা পরকালকে ভয় করে না।
৫৪.
কখনও না, এটা তো উপদেশ মাত্র।
৫৫.
অতএব, যার ইচ্ছা, সে একে স্মরণ করুক।
৫৬.
তারা স্মরণ করবে না, কিন্তু যদি আল্লাহ চান। তিনিই ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী।
সূরার তালিকা
কুরআনে খুঁজুন
অথবা
১. আল ফাতিহা
২. আল বাকারা
৩. আলে ইমরান
৪. আন নিসা
৫. আল মায়িদাহ
৬. আল আনআম
৭. আল আ-রাফ
৮. আল-আনফাল
৯. আত তাওবাহ
১০. ইউনুস
১১. হুদ
১২. ইউসূফ
১৩. রা-দ
১৪. ইব্রাহীম
১৫. হিজর
১৬. নাহল
১৭. বনী ইসরাঈল
১৮. কাহফ
১৯. মারইয়াম
২০. ত্বোয়া-হা
২১. আম্বিয়া
২২. হাজ্জ্ব
২৩. আল মু-মিনূন
২৪. আন-নূর
২৫. আল-ফুরকান
২৬. আশ-শো-আরা
২৭. নমল
২৮. আল কাসাস
২৯. আল আনকাবুত
৩০. আর-রূম
৩১. লোকমান
৩২. আস সেজদাহ্
৩৩. আল আহযাব
৩৪. সাবা
৩৫. ফাতির
৩৬. ইয়াসীন
৩৭. আস-সাফফাত
৩৮. ছোয়াদ
৩৯. আল-যুমার
৪০. আল-মু-মিন
৪১. হা-মীম সেজদাহ
৪২. আশ-শুরা
৪৩. যুখরুফ
৪৪. আদ দোখান
৪৫. আল জাসিয়া
৪৬. আল আহক্বাফ
৪৭. মুহাম্মদ
৪৮. আল ফাতহ
৪৯. আল হুজরাত
৫০. ক্বাফ
৫১. আয-যারিয়াত
৫২. আত্ব তূর
৫৩. আন-নাজম
৫৪. আল ক্বামার
৫৫. আর রহমান
৫৬. আল ওয়াক্বিয়া
৫৭. আল হাদীদ
৫৮. আল মুজাদালাহ
৫৯. আল হাশর
৬০. আল মুমতাহিনা
৬১. আছ-ছফ
৬২. আল জুমুআহ
৬৩. মুনাফিকুন
৬৪. আত-তাগাবুন
৬৫. আত্ব-ত্বালাক্ব
৬৬. আত-তাহরীম
৬৭. আল মুলক
৬৮. আল কলম
৬৯. আল হাক্বক্বাহ
৭০. আল মা-আরিজ
৭১. নূহ
৭২. আল জিন
৭৩. মুযযামমিল
৭৪. আল মুদ্দাসসির
৭৫. আল ক্বিয়ামাহ
৭৬. আদ-দাহর
৭৭. আল মুরসালাত
৭৮. আন-নাবা
৭৯. আন-নযিআ-ত
৮০. আবাসা
৮১. আত-তাকভীর
৮২. আল ইনফিতার
৮৩. আত-তাতফীফ
৮৪. আল ইনশিক্বাক্ব
৮৫. আল বুরূজ
৮৬. আত্ব-তারিক্ব
৮৭. আল আ-লা
৮৮. আল গাশিয়াহ
৮৯. আল ফজর
৯০. আল বালাদ
৯১. আশ-শামস
৯২. আল লায়ল
৯৩. আদ্ব-দ্বোহা
৯৪. ইনশিরাহ
৯৫. ত্বীন
৯৬. আলাক
৯৭. কদর
৯৮. বাইয়্যিনাহ
৯৯. যিলযাল
১০০. আদিয়াত
১০১. কারেয়া
১০২. তাকাসূর
১০৩. আসর
১০৪. হুমাযাহ
১০৫. আল ফীল
১০৬. কুরাইশ
১০৭. মাঊন
১০৮. কাওসার
১০৯. কাফিরুন
১১০. আন নাসর
১১১. লাহাব
১১২. আল ইখলাস
১১৩. আল ফালাক্ব
১১৪. আন নাস