ওমর (রা.) ও রোম সম্রাটের দূত

রোম সম্রাট ওমর (রা.)-এর অবস্থা পর্যবেক্ষণ করার জন্যে একজন দূত পাঠালেন। মদিনা এসে দূত কোনো ধরনের প্রাসাদ দেখলেন না। যা দ্বারা বুঝা যায় যে, বাদশাহ এখানে থাকেন।

সে মদিনার লোকজনদেরকে জিজ্ঞেস করল, তোমাদের বাদশাহ কোথায়?
তারা বলল, আমাদের কোনো বাদশাহ নেই। তবে আমাদের একজন আমীর আছেন। তিনি মদিনার পথে বের হয়েছেন।

তখন দূত ওমর (রা.)-কে খোঁজার জন্যে রাস্তায় বের হলো। অবশেষে সে ওমর (রা.)-কে একটি খেজুর গাছের নিচে ঘুমন্ত পেল। তিনি তাঁর লাঠির উপর মাথা রেখে মাটিতেই শুয়ে আছেন অথচ তার পাশে কোনো দেহরক্ষী নেই।

ওমর (রা.)-এর এ অবস্থা দেখে দূতের অন্তরে ভয় সৃষ্টি হলো। সে ভাবতে লাগল, যার ভয়ে রাজ্য ঠিক মতো স্থির থাকতে পারছে না আর তাঁর অবস্থা এমন!

সে মনে মনে বলতে লাগল, ওমর! তুমি ন্যায়নীতি অনুসরণ করেছ, তাই তুমি এভাবে ঘুমাচ্ছো। আর আমাদের সম্রাট তো জুলুম করে যাচ্ছে এ কারণে সে ভয়ে নিদ্রাহীন রাতযাপন করে। আমি সাক্ষ্য দিচ্ছি, তোমাদের ধর্ম সত্য। আমি যদি দূত হিসেবে আগমন না করতাম তবে অবশ্যই ইসলাম গ্রহণ করতাম। তবে অবশ্যই আমি আবার ফিরে আসব, এসে ইসলাম গ্রহণ করব।